আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বেশ জমে উঠেছে।৪র্থ ধাপের তফসিল ঘোষণা করায় নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনের আমেজ বিরাজ করছে।নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা এরই মধ্যে অনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম-পাড়া- মহল্লার বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে পোস্টার, ব্যানার, ফেস্টুন চোখে পড়ার মতো।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে লতব্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লতব্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন ভাষানচর এলাকাবাসীর উন্নয়ন আধুনিক ওয়ার্ড গড়ার লক্ষ্যে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং বাল্যবিয়ে নির্মুলে মেম্বার পদপ্রার্থী হয়ে এগিয়ে এসেছেন মো: আনোয়ার হোসেন।
এরই মধ্যে উঠান বৈঠক, জনসংযোগ লিফলেট বিতরণ করে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন মাদক,সন্ত্রাস, বাল্যবিয়ে প্রতিরোধ করবো। সরকারের দেওয়া সাহায্য অনুদান এলাকার সবাই কে নিয়ে সবার মাঝে সঠিক ভাবে বন্টন করবো ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবো।পরিশেষে এলাকাবাসীর দোয়াও সমর্থন কামনা করেন।