নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশের ন্যায় মুক্তাগাছা হাজী কাশেম আলী পি,টি আই ভবনের সামনে বিএন পি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা শাখা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন,
উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য এ টি এম ইলিয়াস,
মুক্তাগাছা পৌর শাখা বিএনপি,র আহবায়ক মোঃ সুলতান আহম্মেদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বেগম জিয়ার অনতিবিলম্বে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য জোর দাবি জানান।
বিক্ষুব্ধ বক্তারা বলেন বৃহত্তম প্রধান বিরোধী দলীয় নেত্রী দ্বীর্ঘদিন যাবত
অসুস্থ। তাঁর শারীরিক অবস্থা ভালো নয়,
এসত্যেও সরকারের শৈরতান্রিক মানসিকতায় জাতি হতাশ এবং জনগণ আওয়ামী সরকারের শাসনে অতিষ্ঠ হয়ে গেছে।
বেগম জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার দ্রত ব্যবস্থা গ্রহন করবে এমনটিই প্রত্যাশা করেন বিক্ষোভ সমাবেশের বক্তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা শাখা বিএনপি, সহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবী দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।