1. admin@kholanewsbd24.com : admin :
সোমবার, ০২ অগাস্ট ২০২১, ১২:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশে ফের টিভিতে দেখা যাবে লা লিগা

প্রশাসন
  • সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১২ বার পঠিত

স্পোর্টস ডেস্ক
ফেসবুকের সঙ্গে লা লিগার চুক্তির মেয়াদ শেষ। স্পেনের শীর্ষ লিগ আবার ফিরে এসেছে টিভিতে। এখন থেকে বাংলাদেশে টিভিতে আবার সব ম্যাচ দেখা লা লিগার।

এ তথ্য দিয়ে লা লিগা ভারতের ব্যবস্থাপনা পরিচালক হোসে আন্তোনিও কাচাসা বলেছেন, লিগটি সরাসরি সম্প্রচারের খাতে ফেসবুক আর বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেনি। চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন চুক্তিতে যায়নি সামাজিক মাধ্যমটি। সে অর্থে এবার বাংলাদেশসহ উপমহাদেশের দেশগুলোর জন্য সরাসরি সম্প্রচার হবে লা লিগা।

এ বিষয়ে সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, উপমহাদেশে এমটিভিসহ কিছু জাতীয় ও আঞ্চলিক চ্যানেলে সম্প্রচারিত হবে লা লিগা। তিন বছরের চুক্তির অংশ হিসেবে ভুত ও জিওর প্ল্যাটফর্মেও চলবে লাইভ স্ট্রিমিং।

এর আগে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে বিনামূল্যে সরাসরি সম্প্রচারের জন্য ফেসবুকের সঙ্গে চুক্তি করেছিল লা লিগা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ খোলা নিউজ বিডি ২৪
Theme Customized BY Theme Park BD