টঙ্গী প্রতিনিধি ঃ
টঙ্গীতে আলোর মিছিল স্বনির্ভরায়ন প্রকল্পের মাধ্যমে শত পরিবার স্বাবলম্বি করার লক্ষে বিনামূল্যে ১০০ সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। শনিবার সকালে টঙ্গীর উত্তর আরিচপুর আলোর মিছিল স্কুলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোর মিছিল শিক্ষা পরিবারের চেয়ারম্যান সৈয়দ মজিবুর রহমানের সভাপতিত্বে আলোর মিছিল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম।
অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, আরটিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ রাসেল আহমেদ, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া, বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেন প্রমুখ।
###