গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৭৯০ জন। গত ৪৫ দিনের মধ্যে এটাই সেখানে সবচেয়ে কম দৈনিক শনাক্ত। এই বৃদ্ধির জেরে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জন। আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যু কিন্তু কমেনি। একইসময়ে মৃত্যু হয়েছে তিন হাজার ৬১৭ জনের। এ নিয়ে ভারতে মোট প্রাণ হারালেন তিন লাখ ২২ হাজার ৫১২ জন।
শনিবার (২৯ মে) এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ভারতে সংক্রমণ কম এবং সুস্থ বেশি হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা গত দু’সপ্তাহ ধরে কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে এক লাখ ১৪ হাজারেরও বেশি। এখন সেখানে সক্রিয় রোগী রয়েছেন ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন। পাশাপাশি সংক্রমণের হারও গত কয়েকদিনে কমেছে। গত ২৪ ঘণ্টায় তা নেমেছে ৯ শতাংশের নীচে।