বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত সচিব ও চার উপ পুলিশ মহাপরিদর্শকের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের সচিব ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত চার উপ পুলিশ মহাপরিদর্শক।
আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পদোন্নতিপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, পদোন্নতিপ্রাপ্ত উপ পুলিশ মহাপরিদর্শক মো: দিদার আহম্মেদ, মো: আতিকুল ইসলাম, এম খুরশিদ হোসেন ও মো: শফিকুল ইসলাম।
পরে তারা বঙ্গবন্ধু ১৫ আগষ্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।