সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা এলাকা থেকে র্যাব ফরহাদ হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় র্যাব তার কাছ থেকে ১৮৬ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত ফরহাদ দোয়ারাবাজার থানাধীন বাজিতপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে। বৃহ¯পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন খবর পেয়ে র্যাব দোয়ারাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে।