টঙ্গী প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টংগী পূর্ব থানা পুলিশ।
আটকের সময় তার কাছ থেকে ৫০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৪মে সোমবার বিকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন টংগী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন শরিফ । বলেন, সোমবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে টংগী পূর্ব থানার এরশাদনগরের ৭নং ব্লকের এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত, ১। মোঃ সবুজ হোসেন (৩৩) পিতা মৃত্যু আব্দুল আউয়াল ভূইয়া, মাতা মোছাঃ আদিয়া খাতুন । সাং – বরধুশিয়া, থানা – ব্রাম্মনপাড়া, জেলা – কুমিল্লা। বর্তমান সাং এরশাদনগর ০৭নং ব্লক,থানা- টংগী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর অস্থায়ী বাসিন্দা ।
সবুজ হোসেন দীর্ঘদিন ধরে টংগী পূর্ব থানার ৭নং ব্লকের এরশাদনগর এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছেন ।
এ বিষয়ে টংগী পূর্ব থানা উপপরিদর্শক (এসআই) লিটন শরিফ জানান, টংগী পূর্ব থানার এরশাদ নগর এলাকার নাহিদের দোকানে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজ হোসেন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০(পাঁচশত)পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চৌকস পুলিশের এ সাব ইন্সপেক্টর লিটন শরিফ বলেন,উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মুল্য প্রায় একলক্ষ পঞ্চাশ হাজার টাকা।
তিনি আরও বলেন, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় এরশাদ নগরে মাদক সরবারহ ও বিক্রয় করে আসছিলো।
আটককৃত সবুজ হোসেনের বিরুদ্ধে টংগী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন ।