মোঃরাজীব হোসেন ঃ পূবাইল গাজীপুর প্রতিনিধি ঃ
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার ৪১ নং ওয়ার্ডে সাইফ পাওয়ার ট্যাক লিমিটেড কারাখানায় শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কর্মরত প্রায় ২০০ শ্রমিকের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সাইফট্যাক পাওয়ারের এ্যাডমিন মনির হোসেন শ্রমিকদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
ঈদ সামগ্রীর মাঝে ছিল ভোজ্য তেল, সেমাই,পোলাউর চাল,মসলা,গুড়াদুধ, চিনি ইত্যাদি সম্ববলিত প্যাকেজ।
তিনি জানান , নিয়মিত শ্রমিকের পাশাপাশি মাস্টার রুলে আমাদের কিছু শ্রমিক আছে যারা এই উপহার পেলে সুন্দর ভাবে পরিবার নিয়ে ঈদ করতে পারবে।আমাদের কোম্পানি ওদের ঈদ আনন্দের সাথে শরীক হতে পারলে নিজেদের ধন্য মনে করবে। এই জন্য প্রতিবারের ন্যায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।