গাজীপুর সিটি কপোরেশনের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডলের গ্রেপ্তারের দাবিতে নবীনগর-চন্দ্রা মাহাসড়ক অবরোধ করেছে কেএসি পোশাক কারখানার শ্রমিকরা।
বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় এ বিক্ষোভ করেন তারা।
কারখানা কতৃপক্ষ জানান, দীর্ঘ দিন ধরে স্থানীয় কাউন্সিলর কারখানাটির কাছে চাদা দাবি করে আসছিল। কারখানা কতৃপক্ষ চাদা দিতে অসীকৃতি জানালে কারখানার এক শ্রমিককে মারধর করে কাউন্সিলরের লোকজন। এ খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়কে নেমে এক ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে শ্রমিকদের বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।