বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘সারেগামাপা’ থেকে উঠে আসা কণ্ঠশিল্পী নোবেল। নোবেলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এ দুর্ঘটনার খবর। তবে দুর্ঘটনাটির স্থান ও বাহন নিশ্চিত হওয়া যায়নি। এটি বাইক দুর্ঘটনা হতে পারে বলেছেন তার ঘনিষ্ঠজনরা।
নোবেল ঘটনার কারণ সম্পর্কে ফেসবুকে লেখেন, এক বয়স্ক মানুষকে বাঁচাতেই তার এই দুর্ঘটনা। তার ভাষায়, এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা। তবু মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি।
এই ঘটনায় নোবেলের মাথায় ১২টা ও ভ্রুতে ১৮টাসহ মোট ৩০টা সেলাই পড়েছে! ব্যান্ডেজের আগে ও পরের ছবি তিনি ফেসবুকে প্রকাশ করেছেন।