রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজি মুসা ম্যানসনে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় মুসা ম্যানসন ভবনের মালিক মোস্তাক আহমেদ চিশতিসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করেছেন আদালত। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।
এর আগে গতকাল শুক্রবার বংশাল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী শিকদার ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতানামা আরো ১৫/২০ জনকে আসাসি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- মোস্তাফিজুর রহমান, মোস্তফা, গাফফার, সাইদ, ফিরোজ, তারেক, বাপ্পী।