শেষ বলে ছয় না দিলে মুস্তাফিজের বোলিং ইনিংসের সেরা হয়ে থাকত। সেটা হতে দেননি চেন্নাই সুপার কিংসের ডোয়াইন ব্রাভো। ইনিংস ও ফিজের ওভারের শেষ বলটি লং অন দিয়ে হাওয়ায় ভাসিয়ে পাঠিয়ে দেন মাঠের বাইরে। ২০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর পৌঁছায় ৯ উইকেটে ১৮৮ রানে। রাজস্থান রয়্যালসের বাংলাদেশি পেসার মুস্তাফিজ চার ওভার শেষ করেন ৩৭ রানে ১ উইকেট নিয়ে।
সোমবার মুম্বাইয়ে চেন্নাইয়ের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রান করতে পারে রাজস্থান রয়্যালস। হেরে যায় ৪৫ রানে। চেন্নাইয়ের কেউই বড় স্কোর করতে না পারলেও ছোট ছোট ক্যামিওতে দলীয় বড় সংগ্রহ করে। সর্বোচ্চ ৩৩ রান করেন ডু প্লেসিস। জবাবে জশ বাটলার ৪৯ রান করলেও অন্য কেউ টিকতে পারেননি উইকেটে। মইন আলী ৩ ওভারে মাত্র ৭ রানে ৩ উইকেট নেন। এ ছাড়া স্যাম কারেন ও জাদেজা দুটি করে উইকেট নিয়ে রাজস্থানকে আটকে রাখেন।