নবীনগর আশুলিয় সাভার থেকে প্রকাশিত গ্রিন টিভি বাংলা অনলাইন পত্রিকা গত ১৮ এপ্রিল, ২০২১ রবিবার কাশিমপুরে জমি সংক্রান্ত জেরে অতর্কিত হামলা একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের তিব্র প্রতিবাদ জানিয়েছেন কাশিমপুর থানাধীন সুরাবাড়ী গ্রামের দুর্জন আলী সরকারের ছেলে মোঃ হারুন সরকার।
প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে লিখা হয়েছে,
কামরুজ্জামান এর পরিবারের সাথে আমার বিভিন্ন সময় জমিজমা শত্রুতা ও তার পরিবারের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে আসছি।
তিনি আরো বলেন, আমি নাকি পূর্ব পরিকল্পিত অন্যায় ভাবে লােহার রড , শক্ত বাঁশের লাঠি , শক্ত কাঠের বাটাম ও ধারালাে দা প্রদর্শন করে তার বসত বাড়ীতে এসে অকথা ও অশ্লীল ভাষায় গালিগালাজ করি। একাধিকবার কিল , ঘুষি , লাথি , চড় , থাপ্পড় মেরে তার পরিবারে কোন মহিলার গলার পরিহৃত ০১ ভরি ওজনের স্বর্নের চেইন জোরপূর্বক কেরে নেই । এবং খুন জখম করার হুমকি দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাই। এবং আমার বিরুদ্ধে কাশিম পুর থানায় একটি অভিযোগ করেন।
ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের তিব্র প্রতিবাদ জানিয়ে
মোঃ হারুন সরকার বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে আমার সুনাম ক্ষুন্ন করেছে। এবং সম্মান হানি করার, আমি এ সকল বিষয়ে তিব্র প্রতিবাদ জানাই।
আজ মঙ্গলবার সকালে অভিযোগের সূত্র ধরে কাশিমপুর থানার এস আই হাবিবুর রহমান এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একসাথে বসেন ৷ সেখানে দেখা যায় কামরুজ্জামানের অভিযোগ সম্পুর্ন মিথ্যা প্রমান হয়। কামরুজ্জামান নিজে নিজের ঘরে দা দিয়ে কোপিয়ে হারুন সরকার এবং তার ছেলেদের নামে মামলা দেওয়ার চেস্টা করে ৷ পরে সকলের উপস্থিতিতে ব্যপারটা মিমাংশা করা হয় ৷
এলাকার শান্তিশৃক্ষলা বজায় রাখার জন্য এস আই হাবিবুর রহমান সবাইকে সতর্ক করে এবং দুপক্ষের শান্তি বজায় রাখার অনুরোধ করেন ৷ এবং এধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য কামরুজ্জামান কে সতর্ক করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাশিমপুর থানার এস আই হাবিবুর রহমান .সাবেক মেম্বার আক্কাস আলী দেওয়ান, সাহাবুদ্দিন চেয়ারম্যান, মোঃ রিপন সরকার, আজিজ মাস্টার, বারেক দেওয়ান, কাশেম আলী সরকার, হুমায়ন সরকার, হবুল্লাহ সরকার, রতন সরকার, কাশিমপুর প্রেসক্লাবের সহ সভাপতি আরিফুল ইসলাম খান শাহীন, প্রেসক্লাবের কায্যর্কারী সদস্য জাহাঙ্গীর আলমসহ অনেকে।