গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ি জরুন নামক এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে কোনাবাড়ি শাহীন ক্যাডেট একাডেমি, স্কুল পরিচালনা ও পরিক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার সকালে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন কোনাবাড়ি থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায় মহানগরীর জরুন এলাকায় কোনাবাড়ি শাহীন ক্যাডেট একাডেমি স্কুলের বাহিরে তালা ঝুলিয়ে লুকিয়ে ভিতরে শিক্ষার্থীদের পরিক্ষা নেওয়া হচ্ছে। এরপরে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। জরুন এলাকার বাসিন্দারা জানান গত বছর জুলাই মাসে ১৬ তারিখে মহামারী করোনা কালীন সময়ে পরীক্ষা নেওয়ার জন্য গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্নিষা রানী কর্মকার ২০হাজার টাকা জরিমানা করেন। এসময় স্কুল কর্তৃপক্ষ সরকারি নির্দেশ অমান্য ও তাদের অপরাধ স্বীকার করেন এবং মুসলেকা প্রদান করেন।
এ বিষয়ে কোনাবাড়ি থানার ইনচার্জ জানান অভিযোগের ভিত্তিতে আমাদের পুলিশ বাহিনী সেখানে গিয়ে পরিক্ষা নেওয়া বন্ধ করেন এবং এ ছাড়া ও স্কুল কর্তৃপক্ষকে সর্তক করা হয়।