নিউজ ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার রিফাত সুলতানা। শুক্রবার ১৬ এপ্রিল বিকালে রাজধানীর ইএম পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে রিফাতের শাশুড়ী ও মুগদা হাসাপাতালে তাঁর স্বামী নাজমুল ইসলাম ভর্তী হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানাযায়।
এছারা শুক্রবার সকালে রিফাত চিকিৎসাধীন অবস্থায় একটি কন্যাসন্তানের জন্ম দেয়।সদ্যোজাত সন্তানের অবস্থাও খারাপ থাকায় শিশুটিকে এবার কেয়ার হাসপাতালে বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানাযায়। এছাড়া রিফাতের দুইটি জমজ সন্তান রয়েছে। রিফাতের লাশ জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করার কথা রয়েছে বলে জানান গণমাধ্যমকে তাঁর সহকর্মী।