আজ বেলা ৩ টার দিকে ফ্যক্টরীর ভিতরে থাকা তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ এখনো জানাযায়নি। জানা গেছে গত রাত ২ টার দিকেও একই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ৩ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনেন।
ধারণা করা হচ্ছে রাতের আগুনের কুন্ড কিছুটা হয়তো ছিল। সেখান থেকেই আবার জ্বলে ওঠে।
বার বার কেন একই ফ্যক্টরীতে আগুন লাগে সে প্রশ্ন এখানকার অনেক শ্রমিকের।