বিশেষ প্রতিনিধি :
গাজীপুরে লকডাউনের প্রথম দিনে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। ১৪ এপ্রিল সকাল নয়টা হইতে দুপুর দুইটা পর্যন্ত জেলার বাঘের বাজার,বোর্ড বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন তানিয়া তাবাসসুম,সহকারী কমিশনার (ভুমি) গাজীপুর সদর।এসময় অহেতুক ঘোরাঘুরি বন্ধকরণ ও মাস্ক পরিধানের উপর জোর প্রচারণা চালানো হয়।
এছাড়া নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয় এবং ৩২নং ওয়ার্ড এলাকায় একটি অসহায় পরিবার আগের দিন না খেয়ে রোজা আছে বলে জানতে পেরে তাৎক্ষণিক
জেলা প্রশাসন, গাজীপুর এর পক্ষ থেকে পরিবারটিকে জরুরি ত্রাণ সাহায্য পৌছে দেয়া হয়।
##