টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একযুগ পূর্তি উপলক্ষে বুধবার দুপুরে মাস্ক বিতরণ করা হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেনের উদ্যোগে টঙ্গী সরকারি হাসপাতালে আগত মাস্কবিহীন রোগী ও তাদের স্বজনদের মাস্ক পরিয়ে দেয়া হয়।
এছাড়াও স্থানীয় স্টেশনরোড, মাছিমপুর এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে চলাচলরত পরিবহণের চালক-হেলপার ও পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আলী ভূঁইয়া, মৃণাল চৌধুরী সৈকত, লুৎফুজ্জামান লিটন , অলিদুর রহমান অলি, জাকির হোসেন, মোহাম্মদ রোমান শেখ, আনোয়ার হোসেন মাস্টার, নাইমুল হাসান প্রমুখ।