বিনোদন প্রতিবেদক :
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় দেশের চট্টগ্রাম, নরসিংদী, ফরিদপুর, শেরপুর ও চাঁদপুর জেলার সিনেমা হল জরুরিভিত্তিতে বন্ধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম ও শেরপুর জেলা প্রশাসকের গণ-বিজ্ঞপ্তি ও বাকি জেলার সিনেমা হলগুলো সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা যায়, দীর্ঘদিন পর জেলাগুলোর হল মালিকরা নতুন ছবি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বিশেষ করে দীর্ঘদিন বন্ধ থাকা ২০টি হল নতুন করে খোলার খবর ছিলো ২ এপ্রিল থেকে। কারণ, এদিন মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির প্রযোজক-পরিচালক সেলিম খান বলেন, ‘সরকার এখনো লকডাউন ঘোষণা করেনি। স্বাস্থ্যবিধি মেনে বিনোদন কেন্দ্রগুলো চালু রাখার কথা বলেছে। অথচ জেলা-প্রশাসকগণ স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিলেন। আমরা আসন সংখ্যা কমিয়ে ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছি। জেলাগুলোর হল মালিকরাও সেভাবে এগিয়েছিলেন। নতুন আয়োজনে অনেক বন্ধ হল খুলেছেন এই ছবিটিকে ঘিরে। এমনিতেই তাদের ব্যবসা নেই। এখনও এত টাকা খরচ করে তারা আবারও লস করলো।’