বিশেষ প্রতিনিধি ঃ
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ৭৭তম জন্মবার্ষিকী ছিল বৃহস্পতিবার (১ এপ্রিল)। এ উপলক্ষে আজিমপুর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, দোয়া মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে মরহুমের পরিবারসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
জনপ্রিয় এই নেতার একমাত্র ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বাবার জন্মবার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মোহাম্মদ হানিফ ১৯৪৪ সালের ১ এপ্রিল পুরান ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল আজিজ, মা মুন্নি বেগম। বাবা মায়ের কনিষ্ঠ সন্তান মোহাম্মদ হানিফ ১৯৬৭ সালে ঢাকার প্রখ্যাত পঞ্চায়েত কমিটির সভাপতি মাজেদ সরদারের মেয়ে ফাতেমা খাতুনকে বিয়ে করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন এক ছেলে ও দুই মেয়ের জনক।
১৯৯৪ সালে তিনি লক্ষাধিক ভোটের ব্যাবধানে ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হন। তার নেতৃত্বেই ১৯৯৬ সালের মার্চ মাসে ‘জনতার মঞ্চ’ গঠিত হয়েছিল। যা ছিল আওয়ামী লীগের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট। ’৯৬-এর জাতীয় নির্বাচনে দলের পক্ষে গণজোয়ার সৃষ্ঠি করে আওয়ামী লীগের বিজয়ে ব্যাপক ভূমিকা রাখেন মোহাম্মদ হানিফ।
২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গণে সন্তাস বিরোধী সমাবেশে বক্তৃতা দেয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর ব্যাংককে দীর্ঘদিন চিকিৎসা শেষে ঢাকায় ফিরে ২০০৬ সালের ২৮ নভেম্বর ৬২ বছর বয়সে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।