চট্টগ্রাম বিভাগীয় প্রধান।
আনোয়ারা ১১নং জুইদন্ডী ৫নং ওয়াড সন্ত্রাসী হামলার শিখার হয় বলে অভিযোগ উঠেছে, আনোয়ার থানায়। জিডি নং ০৬ ১৫/৩/২০২২ইং ধারা ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬পেনাল কোড রজু করা হয়, উক্ত ভিকটিম ইয়ার মোহাম্মদ , (৫০) পিতা : মনির আহম্মাদ ( বদিউর রহমান মেম্বার বাড়ি) অতকির্ত সন্ত্রাসী হামলা হয়, আসামী হয়,সিরাজুল মোস্তফা, (৩৬) পিতা : বদিউর রহমান। তোফায়েল আহম্মদ (৩০) পিতা: বদিউর রহমান।
নুরুল মোস্তফা (৪২) পিতা : বদিউর রহমান।
উল্লেখ বিবাদী গন ভুক্তভোগী র উপর অতকির্ত ভাবে হামলা করেন, লোহার দারালো কিরিচ, দেশীয় অস্ত্র ধারা বিভিন্ন জায়গা জখম করেন, পরবর্তীতে স্তানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ভর্তি করেন, একপর্যায়ে আনোয়ারা থানায় মামলা করেন, মামলার আসামি সিরাজুল মোস্তফা , ও নুরুল মোস্তফা পলাতক বলে জানায়, ভিকটিম ছেলেরা।
উল্লেখ্য এই উক্ত আসামিদের ধরে উপযুক্ত শাস্তি দাবী জানান, ভিকটিম ও তাহার পরিবারের সদস্যরা, প্রশাসনের হস্তক্ষেপ কাছে কামনা করেন।