স্টাফ রিপোর্টার
পহেলা ডিসেম্বর বিজয় শোভাযাত্রা উপলক্ষে বিএমএসএফ’র জেলা-উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর রাত ৮টায় শুরু হয়ে ভার্চুয়াল মিটিং রাত সাড়ে ১০টায় শেষ হয়। ভার্চুয়াল এ সভায় কেন্দ্রীয় নেত্রীবৃন্দসহ দেশের সকল শাখাসমুহের সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দগণ অংশগ্রহন করেন।
বিএমএসএফ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর সিনি: সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এর ক্রাইম ইনভেস্টিগেশন এর প্রধান সাঈদুর রহমান রিমন।
এসময় সভায় সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহন করে মতামত প্রদান করেন।
বিজয় শোভাযাত্রা সফল করার জন্য আগামি ৭ নভেম্বর রাত ৮টায় জেলা-উপজেলা নেতৃবৃন্দের সাথে পুন:সভা অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের মাস উপলক্ষে এবছর পহেলা ডিসেম্বর ৫ম বারের মত বিজয় শোভাযাত্রা উদযাপিত হবে। তিনদিন ব্যাপী নানা আয়োজনে বিএমএমএফ’র সকল শাখাসমুহের অংশগ্রহনে মিলন মেলায় পরিণত হবে বলে আয়োজক কমিটি আশা করেন।