ডেস্ক রিপোর্ট :
২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা ভাইরাসে এক দিনেই ৬০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩১১ জন। এখন পর্যন্ত বিভাগে মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৯৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৮৬৪ জন।
খুলনা বিভাগে গেল বছর মার্চে করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করে জানান, খুলনা জেলায় ২১ জন, কুষ্টিয়ায় ১১, ঝিনাইদহে ৭, যশোরে ৬, চুয়াডাঙ্গায় ৫, নড়াইল ৪, বাগেরহাটে ৩, মেহেরপুরে ২ ও মাগুরা ১ জন মারা গেছেন।