এম হাসান
জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব এড জাহাঙ্গীর আলম, ৫৭ ওয়ার্ডে মিলাদ মাহফিল ও দোয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা ও গরু বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃকাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ সভাপতি এড.ওয়াজ উদ্দিন, আমজাদ হোসেন বাবুল,যুগ্ন সাধারণ সম্পাদক মোখসেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃআক্তর হোসেন গাজীপুরী, দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম সহ আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মিরা। করোনা আক্রান্ত হওয়ায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, মেয়র আলহাজ্ব এড জাহাঙ্গীর আলম উপস্থিত থাকতে পারেনি। আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু আদর্শ ও রাজনৈতিক ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে ঘৃনা প্রকাশ করে বিচারের দাবী জানান। সভায় দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয় কার্যক্রম হিসাবে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা, কালো ব্যাচ ধারণ করা, মাইকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন প্রচার করা ও প্রতিটি ওয়ার্ডে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ প্রদান করা হয়।
১৯৭১ সালে ১৫ আগস্ট ইতিহাসের কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং সেময় যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন সকলকে হত্যা করে তৎকালীন কিছু বিপদগামী সেনা সদস্য। বঙ্গবন্ধুর এই মৃত্যুতে গোটা বাঙ্গালী জাতি আজও শেকাহত। এইদিনটি স্বরণীয় করে রাখতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের মৃত্যু বার্ষিকীতে, মিলাদ ও দোয়া মাহফিলের জন্য
মহানগরীর প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নগদ ৫০ হাজার টাকা ও একটি করে গরু বিতরণ করেন।