হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় টার্গেট মিস হয়ে কামানের গোলা লোকালয়ে কৃষি জমিতে এসে পড়েছে। গত বৃহস্পতিবার (৩ জুন) বিকালে কোন এক সময় পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম আলমপুর তেলের ট্যাংকি এলাকার দক্ষিণ পাশে একটি মুরগি খামার সংলগ্ন কৃষি জমিতে অবিস্ফোরিত অবস্থায় গোলাটি পড়ে।
ঘটনার সত্যতা স্বীকার করেছে হাটহাজারী থানা পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা মুঠোফোনে বলেন, হাটহাজারী ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় কামানের গোলা লোকালয়ে কৃষি জমিতে পড়ার খবর পেয়ে থানার উপ-পরিদর্শক প্রদীপ দে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুঁটে যান। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছের সাথে সাথে সংবাদটি হাটহাজারী ফায়ারিং রেঞ্জ ইনচার্জ মেজর বুলবুলকে ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন কে অবহিত করে। সংবাদটি পেয়ে রাত ১১টার পরে সেনাবাহীনির সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছে।
পরে অবিস্ফোরিত কামানের গোলাটি নিরাপত্তার স্বার্থে ওই স্থানে সেনাবাহীনি ও থানা পুলিশের সদস্যরা পাহাড়ায় রাখে। পরে গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়করণ দল এসে কামানের গোলাটি নিষ্ক্রিয় করার বিষয়টি নিশ্চিত করেন ঘটনাস্থলে কর্তব্যরত থানার উপ-পরিদর্শক আবিদুর রহমান।