নিউজ ডেস্ক; এস আর টুটুল এম এল!
রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন আ’লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের ঋণ খেলাপির দায়ে তাঁর প্রার্থীতা বাতিল করেছিল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
তবে আজ সোমবার (০১- নভেম্বর) বেলা সাড়ে ১২ টার সময় হাই কোর্ট রিট করে প্রার্থীতা ফিরে পেয়েছেন সরনজাই ইউপির নৌকার প্রার্থী আব্দুল মালেক।
এর আগে তানোরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে বাছাইয়ের দিনে ঋন খেলাপীর দায়ে তার প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে আপিল করেও রাজশাহী জেলা নির্বাচন কমিশনে তার প্রার্থীতা বাতিল হয়।
এর পরে হাই কোর্টে রিট করেন তিনি। হাইকোর্ট তার প্রার্থীতা বহাল করেন। ফলে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপিতে নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন আব্দুল মালেক। তবে এখানে আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সাইদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে বৈধ প্রার্থী রয়েছেন। এছাড়া বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান মোজাম্মেল হক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ প্রার্থী রয়েছেন।