সোহেল রানা, জেলা প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে একটি সরকারি প্রাইমারি স্কুলের বারান্দায় মানবেতর জীবনযাপন করছে বৃদ্ধ দম্পতি, বীরেন বৈরাগী ও তার স্ত্রী।
জানা যায়, তাদের থাকার কোনো জায়গা না থাকায় গত ২০ বছর ধরে ফকির হাটের নলধা গ্রামের বিভিন্ন বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন। বেশ কয়েক মাস আগে একটি বাড়ি থেকে তাদের বের করে দেওয়ার পর থেকে তারা নলধা প্রাইমারি স্কুলের বারান্দায় আশ্রয় নিয়েছে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দিলীপ চক্রবর্তী বলেন, এই বৃদ্ধ দম্পতি অনেক দিন ধরে আমাদের এখানে মানবেতর জীবনযাপন করছে। তাদের সহযোগিতার জন্য উপজেলার সংশ্লিষ্ট প্রশাসনকে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি।