স্টাফ রিপোর্টারঃ
বিএমএসএফ নোয়াখালীর সেনবাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর উপর সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহামেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান।
অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিষ্ণুপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে নাজিম উদ্দিন, আলাউদ্দিন ও তার ২ ছেলে সজীব ও সানজিদা সাংবাদিক রাজুর উপরে পেশাগত দায়িত্ব পালনকালে এই সন্ত্রাসী হামলা করে। ( সংবাদ বিজ্ঞপ্তি)