প্রতিমা দাস, পবিপ্রবি প্রতিনিধিঃ
GST (General Science Technology ) গুচ্ছভুক্ত দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় দেশের অন্যন্য বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর ১২ টায়। পবিপ্রবির মূল ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজকের ভর্তি পরীক্ষা।
নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা শুরু হলে পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, “ভর্তি পরীক্ষায় কোনো প্রকার বিঘ্ন ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারীবৃন্দের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।” জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক। প্রায় ৮৬ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিট এবং ১লা নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।