.ইমরুল হাসানঃ স্টাফ রিপোর্টার
নগরীর সার্কিট হাউজ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়।
মসিকের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফরহাদ আলমের সভাপতিত্বে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহের জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, মসিকের ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরীফুল ইসলাম, কাউন্সিলর শাম্মী আক্তার মিতু ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত আসন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও এ অনুষ্ঠানে মসিকের অন্যান্য কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।সকলের প্রতি দোয়া ও আশীর্বাদ ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি।