সোহেল রানা বাগেরহাট
বাগেরহাটঃ আগামীকাল পহেলা সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম পর্যটনকেন্দ্র সুন্দরবন।
বন বিভাগ সূত্রে জানা যায়, করোনা মহামারীর কারণে গত দের বছরেরও বেশি সময় পর আগামী ১লা সেপ্টেম্বর সুন্দরবনকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।এবং একই দিন থেকে সুন্দরবন সংলগ্ন খালে জেলেদের মাছ শিকারের অনুমতি দেওয়া হবে।
বনবিভাগের পূর্ব বিভাগের কর্মকর্তা (ডি এফ ও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, করোনা মহামারীর কারণে গত বছর এপ্রিল মাস থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিলো। বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী পহেলা সেপ্টেম্বর থেকে বনে প্রবেশের অনুমতি মিলবে পর্যটকদের। ট্রলার ও নৌযানে চড়ে বনের বিভিন্ন স্পটে যেতে পারবে পর্যটকবৃন্দ।তবে একটি লঞ্চে ৭৫ জনের বেশি যাত্রী যাতায়াত করতে পারবে না।