আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সশস্ত্র ডাকাত বাহিনীর এক ডাকাত কে আটক করে পুলিশে দিলেন এলাকাবাসী।
স্থানীয় সুত্রে জানাযায় বুধবার দিবাগত রাত ২টায় উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী বালুচরে বালুচর বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ আমির হোসেন এর বাড়িতে সশস্ত্র ডাকাত দল বাড়িতে সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। এ সময় তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতদল বাড়িতে থাকা৷ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে টাকা- পয়সা ও স্বর্ন অলংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে এলাকাবাসী আটক করে।পুলিশ খবর পেয়ে উদ্ধার করে এক ডাকাত কে থানায় নিয়ে আসে।
আটককৃত ডাকাত হলেন শ্রীনগর উপজেলার নওপাড়া গ্রামের কাসেনর ছেলে মনা (৩৫)। ডাকাত মনা বলেন আমরা ৭জন ডাকাতি করতে আসি এলাকাবাসীর উপস্থিতিতে সবাই পালিয়ে গেলে আমাকে আটক করে ফেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গন পিটনিতে আহত মনা পুলিশি পাহারায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে মামলা প্রক্রিয়াধীন।