স্টাফ রিপোর্টারঃ দক্ষিন এশিয়ার সর্ববৃহত সংগঠন বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ ৷ যে সংগঠনের হাত ধরে বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য নেতা তৈরী হয়েছে ৷যে সংগঠন সবসময় আওয়ামীলীগ এর ভ্যানগার্ড হিসাবে কাজ করে যাচ্ছেন ৷বাংলাদেশের যে কোন জটিল মহুরতে ছাত্রলীগ কাজ করে যাচ্ছেন ৷ যেই সংগঠনের নেতা মোঃ সায়মন সরকার ৷যার জন্ম কাশিমপুর ঐতিহাসিক সরকার পরিবারে ৷ তিনি স্কুল জীবন থেকেই ছাত্ররাজনিতির সাথে যুক্ত ৷সাবেক গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি এবং বর্তমানে কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি ৷ গাজীপুর মহানগরের যে কোন প্রোগ্রামে সায়মন সরকার এর ভুমিকা অনেক ৷বর্তমানে আওয়ামীলীগ এর যে কোন অনুষ্ঠান সর্বাক্ত ভুমিকা পালন করেন সায়মন সরকার ৷ সায়মন সরকার মানে গাজীপুর মহানগর ছাত্রলীগ ৷গাজীপুর মহানগর ছাত্রলীগের কমিটি অনেক দিন যাবৎ ঝুলে আছে ৷ এবং এলাকার জন জরিপে সায়মন সরকার এগিয়ে আছে ৷বর্তমানে করোনা মহামারির কারনে ও সে ঘরে বসে নাই ৷করোনা টিকাদান কর্মসুচীতে সেচ্ছা সেবক হিসাবে কাজ করে যাচ্ছেন ৷এবং গাজীপুর মহানগরের মেয়র এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর যে কোন কাজ সর্বাত্মক ভাবে পালন করে যাচ্ছেন ৷ তিনি এক সাক্ষাতকারে বলেন আমি নেতা নয় জনগনের সেবক হিসাবে কাজ করে যেতে চাই ৷তিনি নগরবাসীর নিকট দোয়া ও ভালোবাসা কামনা করেন ৷