1. admin@kholanewsbd24.com : admin :
সাভার থানায় ফুলকির সম্পাদকসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা - খোলা নিউজ বিডি ২৪
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পূর্বাহ্ন
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরের বিলমাড়িয়াতে লেঃ কর্নেল রমজানের উঠান বৈঠক ও শান্তি সমাবেশ জমি নিয়ে বিরোধে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার-৬ আশুলিয়ায় নলাম যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত কাশিমপুরে শিশু অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও নেই উদ্ধার তৎপরতা ও খোঁজ! মেঘনায় জলদস্যুদের গুলিতে আহত আরেক জেলের মৃত্যু গাজীপুর সদর-১ আসনে মোজাম্মেল হক এমপি’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শার্শা থানার পুলিশের অভিযানে গাঁজাসহ দুই নারী আটক কালিয়াকৈরে গলা কেটে হত্যা নিজ ঘরেই যুবকের উলঙ্গ লাশ গাজীপুর শিববাড়ি মোড়ে উদ্বোধন হলো RAB এর রোবাস্ট পেট্রোল চেকপোস্ট কোনাবাড়িতে অটোরিকশা চালককে জবাই করে হত্যা

সাভার থানায় ফুলকির সম্পাদকসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুঃ
  • সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : সাভার থেকে প্রায় দুই যুগ ধরে প্রকাশিত দৈনিক ফুলকির সম্পাদক ও সাভার প্রেসক্লাবের সভাপতিসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার বাদি জনৈক মোঃ শাহীনুর ইসলাম।

জানা যায়, গত ২৭ তারিখে ফুলকিতে “অবশেষে পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। উক্ত খবরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ছবির বদলে ভুলবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রকাশিত হয়। এ ঘটনার পরের দিন ২৮ জুলাই ফুলকিতে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে সম্পাদক পত্রিকায় একটি সংশোধনী প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু কুচক্রী মহল বিষয়টিকে অন্যখাতে প্রবাহিত করার লক্ষে সাভার মডেল থানায় একাধিক অভিযোগ দায়ের করে। পরে সরকার দলীয় কতিপয় ক্ষমতাসিনদেও হস্তক্ষেপে থানায় মামলা দায়ের করতে সক্ষম হয়।

কুচক্রী মহলটি এই অনাকাঙ্খিত ভুলকে পুঁজি করে উল্টো পত্রিকাটির সম্পাদক ও সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাতে শুরু করে। তাদের অপপ্রচারের ধরণ দেখে মনে হচ্ছিল, তারা বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দুইদিন পর শনিবার ভোর রাতে সাভার মডেল থানায় পত্রিকার সম্পাদক নাজমুস সাকিব ও আমাদের নতুন সময় পত্রিকার সাভার প্রতিনিধি ও সাভার প্রেসক্লাবের সাবেক দপ্তর ও প্রচার সম্পাদক মো: ইমদাদুল হককে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন সাংবাদিক পরিচয়দানকারী শাহীনুর ইসলাম (ধ্রুব নয়ন) নামে এক ব্যক্তি।

এদিকে অভিযোগের বিষয়ে সাংবাদিকে ইমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি হতভম্ব হয়ে যান। তিনি বলেন, আমার সাথে ফুলকির কোন সম্পর্ক নেই। আমি আমাদের নতুন সময় পত্রিকার সাভার সংবাদদাতা হিসাবে কাজ করছি বহুদিন থেকে। কে বা কারা কোন হীন উদ্দেশ্যে আমার নামে মামলায় দিয়েছে তা আমার জানা নেই। তবে সকালে ঘুম থেকে উঠে জানতে পেরেছি আমাকে ফুলকির মামলার সাথে জড়ানো হয়েছে। বিষয়টি আইনগতভাবেই মোকাবেলা করব।

সাভার মডেল থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা মামলাটি নিতে চাইনি। কিন্তু উপর মহলের চাপে নিতে হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, গত ২৭ জুলাই ওই পত্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে ‘অবশেষে পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী’ শিরোনামে বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়।

‘গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুন্ন এবং রাজনৈতিক পরিস্থিতিকে আরও উসকে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে’- এমন অভিযোগ এনে মামলাটি দায়ের করেন সাভারের বিরুলিয়ার শ্যামপুরের বাসিন্দা শাহীনুর ইসলাম ওরফে ধ্রুব নয়ন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

সাভার প্রেসক্লাবের সভাপতি ও ফুলকির সম্পাদক নাজমুস সাকিব জানান, ভুল সংশোধন এবং ক্ষমা প্রার্থনা করে পরদিন এ বিষয়ে সংশোধনী প্রকাশ করা হয়েছে। এর আগেও ২০১৮ সালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফুলকি পত্রিকায় সংবাদ প্রকাশ করার অভিযোগ আনে একটি কুচক্রি মহল। ওই সময় অতি উৎসাহিত হয়ে যুবলীগ নেতা ফরিদ আল রাজী বাদী হয়ে সাভার মডেল থানায় আমার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। পরে আদালত বিষয়টি পর্যালোচনা করে ও তদন্ত করে কোন প্রমাণ না পেয়ে মামলাটি নিস্পত্তি করে দেন। তিনি আরও বলেন, আমি সাভার প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি। এর আগেও পরপর চারবার সাভার প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু একটি কুচক্রী মহল আমার সঙ্গে বারবার নির্বাচনে হেরে গিয়ে আমাকে হেয় করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবারও তাদের সে ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা