1. admin@kholanewsbd24.com : admin :
সাভারে সেই পাল্টা মামলায় আরেক সাংবাদিকের জামিন মঞ্জুর - খোলা নিউজ বিডি ২৪
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ২ স্বর্ণ দোকানে ডাকাতি, নৈশ প্রহরীকে হত্যাঃ ৩ কোটি টাকার স্বর্ণ লুট ঠাকুরগাঁওয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৭ জন আটক পাঁচবিবিতে বালু উত্তোলনের ঘাট থেকে একটি লাশ উদ্ধার কাউনিয়ায় জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক লাঞ্ছিত ‘ভুয়া’ সন্দেহে সাদাপোশাকের পুলিশের ওপর স্থানীয়দের হামলা, আহত ৬ নাটোরে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ আটক-১ নাটোরে নারীর ক্ষমতায়ন বিষয়ে উঠান বৈঠক গাজীপুরে স্ত্রীকে মাটিচাপার ১১ দিন পর স্বামীর আত্মসমর্পণ এমপি প্রার্থীদের নিকট ১৪ দফা দাবির লিফলেট প্রদান করবে সাংবাদিকরা গাজীপুরে টেন্ডার ছাড়াই,প্রাথমিক বিদ্যাঃ আঙ্গীনার গাছ কাটার অভিযোগ

সাভারে সেই পাল্টা মামলায় আরেক সাংবাদিকের জামিন মঞ্জুর

প্রশাসন
  • সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সাভারে কর্মরত দৈনিক তৃতীয় মাত্রার সাংবাদিক সোহেল রানাকে হত্যাচেষ্টা মামলার চার্জশীটভুক্ত প্রধান আসামি সামিউল আলম শামীম ওরফে এস এ শামীমের দায়েরকৃত পাল্টা সাজানো মামলায় এবার দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাভার প্রতিনিধি জাহিন সিংহের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম এর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে তিনি সন্তুষ্ট হয়ে জামিন আবেদন মঞ্জুর করেন। এদিন সকালে জাহিন সিংহের আইনজীবী সাইফুল্লাহ হাওলাদার তার পক্ষে জামিন আবেদন করেন।

এরপর শুনানির জন্য সময় নির্ধারণ করা হয়। জাহিন সিংহের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুল হাওলাদার। একই আদালতে দায়ের হওয়া সাজানো পাল্টা এই মামলায় গত ১০ সেপ্টেম্বর সাংবাদিক সোহেল রানার জামিন মঞ্জুর করেন আদালত।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আইনজীবী- শাহীন আলম বলেন, কোন ধরণের দালিলিক প্রমাণ ছাড়াই শুধু মাত্র অনুমানের ভিত্তিতে তদন্ত কর্মকর্তার এক তরফা রিপোর্টের ভিত্তিতে আদালত ওয়ারেন্ট প্রদান করেন, বিজ্ঞ আদালতকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি এটি একটি কাউন্টার মামলা। শুধু মাত্র নিরপেক্ষ সাংবাদিকতা করায় দুই সাংবাদিককে জড়িয়ে এই মিথ্যা মামলা দায়ের করেছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দুজনকেই জামিন প্রদান করেন।

এর আগে সাংবাদিক সোহেল রানাকে হত্যাচেষ্টা মামলার চার্জশীটভুক্ত প্রধান আসামির দায়েরকৃত সাজানো পাল্টা মামলায় ভিত্তিহীন প্রতিবেদন দাখিল করে দুই সাংবাদিককে ফাঁসানোর অভিযোগ এনে শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় তিতাস কার্যালয়ের সামনে মাবববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় সাংবাদিকরা। সাংবাদিক ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ এতে অংশ নেন।

ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন- দৈনিক আলোকিত বাংলাদেশের সাভার প্রতিনিধি জাহিন সিংহ ও দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানা।

মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা বলেন, গত বছরের ১৪ই আগস্ট দৈনিক তৃতীয় মাত্রার সাভার প্রতিনিধি সোহেল রানাকে হত্যাচেষ্টার মামলায় পুলিশের চার্জশীটভুক্ত প্রধান আসামি সামিউল আলম শামীমের দায়েরকৃত সাজানো পাল্টা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ভুক্তভোগী সাংবাদিকসহ তার সহকর্মী জাহিন সিংহকে। মামলার তদন্তকারী সংস্থা সিআইডি ঘটনার সত্যতা যাচাই না করে সাংবাদিককে হত্যাচেষ্টার ঘটনা আড়াল করতে আসামির দায়েরকৃত মামলাটিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে চাঁদা না পেয়ে বাদীর অফিস ভাঙচুরের অভিযোগ প্রমাণের কথা বলা হলেও ঘটনার কোন আলামত, ঘটনাস্থল বা আশেপাশের কোন সিসিটিভির ফুটেজ কিংবা এর সাপেক্ষে একটি প্রমাণও উল্লেখ্য করতে পারেনি। তবুও ঘটনার সাথে দুই সাংবাদিককে ফাঁসানোর চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত। যা ন্যায় বিচার ও আইনের শাসনের পরিপন্থি।

সাংবাদিক নেতারা আরও অভিযোগ করে বলেন, সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এভাবে হয়রানি মূলক মামলা ন্যাক্কারজনক। এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থী। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় মানববন্ধনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটির বিভিন্ন অসংগতি তুলে ধরেন সাংবাদিক নেতারা। সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি পূণরায় তদন্তের দাবি জানান তারা। মানববন্ধন শেষে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেন সাংবাদিকরা।

উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকায় এক বাড়িতে হামলা করে ভাঙচুর, মারধর ও লুটপাটসহ নারীদের শ্লীলতাহানীর অভিযোগে পাথালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শফিউল আলম সোহাগসহ ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনার পর সংবাদ প্রকাশের জেরে ভুক্তভোগী দুই সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হয়ে তাদের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ও অপপ্রচার করেন গ্রেপ্তার ইউপি সদস্যের ভাই সামিউল আলম শামীম ও তার অনুসারীরা। অপপ্রচারের প্রতিবাদে ১৩ই আগস্ট সকালে মানববন্ধন করেন সাংবাদিকরা। অপপ্রচার ও হুমকির ঘটনায় সেদিন রাতেই জীবনের নিরাপত্তা চেয়ে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা।

তবে ঘটনার পরের দিন ১৪ই আগস্ট দুপুরেই সাংবাদিক সোহেল রানাকে সাভার উপজেলা পরিষদের ভিতর হত্যাচেষ্টা চলানো হয়। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়। এ ঘটনায় ১৫ ই আগস্ট হুমকিদাতা শামীমকে প্রধান আসামি করে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন হামলার শিকার সাংবাদিকের মামা আশরাফুল ইসলাম। হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকাকালেই সাংবাদিককে হত্যাচেষ্টার ঘটনা আড়াল করতে ১৭ই আগস্ট হামলার শিকার সোহেল রানা ও তার সহকর্মী জাহিন সিংহ’র বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা করেন হত্যাচেষ্টা মামলায় বর্তমানে পুলিশের চার্জশীটভুক্ত প্রধান আসামি সামিউল আলম শামীম। সাংবাদিক সোহেল রানাকে হত্যার চেষ্টা মামলায় শামীমসহ ৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন আদালত। অপর দিকে সামিউল আলম শামীম সহ তার ১৯ অনুসারীর বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইবুনালে একটি মামলা বিচারাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা