স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক তুখোড় ছাত্রনেতা আরিফুল ইসলাম জুয়েল ভাটারা থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। গত ৫ নভেম্বর ভাটারা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিয়াজ মাহমুদ নান্নু ও সাধারন সম্পাদক টুটুল বেপারী সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম জুয়েলকে ভাটারা থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইসাহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, ভাটারা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিয়াজ মাহমুদ নান্নু ও সাধারন সম্পাদক টুটুল বেপারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম জুয়েলকে ভাটারা থানা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় তাঁকেও দলের বিভিন্ন নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।