1. admin@kholanewsbd24.com : admin :
সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই : ডিবি - খোলা নিউজ বিডি ২৪
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন

সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই : ডিবি

প্রশাসন
  • সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ১২৯ বার পঠিত

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা তদন্তভার গ্রহণ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই মামলা তদন্তে কোনো চাপ নেই বলে জানিয়েছে তদন্ত সংস্থাটি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টোরোডের ডিএমপির গোয়েন্দা কার্যালয়ে রমনা বিভাগের (ডিবি) উপকমিশনার এইচ এম আজিমুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে যা যা যা করণীয় তার সব করা হবে। অবশ্যই এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। এইচ এম আজিমুল হক বলেন, মামলা তদন্তে কোনো চাপ নেই।

প্রসঙ্গত, রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি কক্ষে ৫ ঘণ্টা আটকে রাখেন। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয় এবং রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ সেই মামলায় তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা