প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে উঠেছে। তাকে দ্রুত মুক্তি দিতে হবে।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক পুলক ঘটক, সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সৈয়দ আতিক, সিনিয়র সাংবাদিক শেখ শহীদুল্লাহ, মহিউদ্দিন সরকার, নুরুল ইসলাম, হাসান মামুন, মাকসুদ আহমেদ রবিন, মাসুদ সরকার, শাহাজাহান শোভন, প্রথম আলোর প্রতিবেদক মো. আল-আমিন, আবু সালেহ মুসা, শেখ রাজীব হাসান ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।