1. admin@kholanewsbd24.com : admin :
সাংবাদিকের যতসব অনৈতিক কর্মকান্ড! - খোলা নিউজ বিডি ২৪
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে ৫ লিটার চোলাই মদসহ আটক-২ বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাভারে ছেলেকে বিবস্ত্র করে পিটিয়ে মায়ের পা ভেঙে দিলেন প্রতিবেশী ঢাকা ১৯ আসনের এম পি প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম এর উঠান বৈঠক জনসভায় পরিনত সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরে শ্রমিক ফেডারেশন নেতাকে কুপিয়ে জখম আমবাগানের পরিত্যক্ত ঘরে পড়ে ছিল নারীর মরদেহ নাটোরে ছিনতাই হওয়া স্বর্নালংকারসহ দুই যুবক আটক আশুলিয়ায় ঢাকা – ১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুস্ঠিত নোয়াখালীর সুবর্ণচরে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু

সাংবাদিকের যতসব অনৈতিক কর্মকান্ড!

প্রশাসন
  • সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৬০৬ বার পঠিত

 

ভ্রাম্যমান প্রতিনিধি;

রাজশাহীর তানোরে কথিত সাংবাদিকের মাদক সেবন, দালালী, নানামূখী অনৈতিক কর্মকান্ড ও চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সম্প্রতি বিজয় মেলার পুরুস্কারের টিকেট চুরি ও তাঁর পায়ুপথ থেকে উদ্ধারের ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃস্টি হয়েছে, বইছে সমালোচনার ঝড়।
স্থানীয়রা জানান, শীতলীপাড়া গ্রামের এক শিশু উপজেলা মাঠে আয়োজিত বিজয় মেলা থেকে ২০ টাকা দিয়ে লটারির টিকেট কিনে প্রথম পুরুস্কার পায়। কিন্তু টিকেট দেখার কথা বলে তার কাছে থেকে টিকেট নিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রেখে অন্য একটি টিকেট তার হাতে ধরিয়ে দিয়ে পালানোর চেস্টা করে ওই কথিত সাংবাদিক। এ সময় স্থানীয়রা তাকে আটক করে মেলা কমিটির কাছে জমা দেয়। খবর পেয়ে তার শাস্তির দাবিতে শীতলিপাড়ার বিক্ষুব্ধ নারি-পুরুষ ঝাড়ু মিছিল প্রদর্শন করে।
এদিকে কমিটির লোকজন তাকে টিকেট ফেরত দেওয়ার অনুরোধ করেন, তবে তিনি বার বার তা অস্বীকার করেন। ফলে বাধ্য হয়ে তারা তাকে প্রকাশ্যে দিগম্বর করে বিশেষ কৌশলে পায়ুপথে লুকিয়ে রাখা টিকেট উদ্ধার ও কানধরে উঠবস করিয়ে ছেড়ে দেয় বলে আলোচনা রয়েছে।
এছাড়াও সোনালী ও কৃষি ব্যাংক থেকে লাক্ষাধিক টাকা ঋণ নিয়ে খেলাপীর দায়ে থানায় একাধিক ওয়ারেন্ট রয়েছে। স্ত্রীর চিকিৎসার কথা বলে এক সরকারী কর্মকর্তার কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া, মুন্ডুমালার এক ছেলের সঙ্গে মেয়ের পালিয়ে যাওয়ার ঘটনায় মামলার ভয় দেখিয়ে ছেলের পরিবারের কাছে থেকে ৩ লাখ টাকা নেওয়া, পুলিশের ভয় দেখিয়ে দু’জন স্কেপেটর ঠিকাদারের কাছ থেকে ২০ হাজার ও ৮ হাজার টাকা এবং ইট ভাটা থেকে ১২ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেন বলে সাধারণের মুখে মুখে প্রচার আছে।
স্থানীয় বাজার থেকে মুরগী ও মাছ বাঁকি নিয়ে টাকা না দেয়া এবং হার্ডওয়ার দোকানীর প্রায় লাখ টাকা না দিয়ে আত্মসাৎ করাসহ, পরোকিয়ার অভিযোগে নিজ স্ত্রীর বিষপাণে আত্মহত্মা, মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামে প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক, দামকুড়া মেলায় ভ্যারাইটি শোর ড্যান্সারের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক, কমিউনিটি ক্লিনিকের নারী কর্মীকে ধর্ষণের চেস্টা, ভিক্ষুক নারীর টাকা আত্মসাৎ ও সম্ভ্রমহানির ঘটনায় তিন মাসের কারাভোগসহ, নিজ ভাগ্নিকে কলগার্ল আঙ্খা দিয়ে কলেজ পড়ুয়া যুবকের সর্বস্ব হাতিয়ে নেয়ার গুঞ্জন রয়েছে।
স্থানীয়রা বলছে কথিত এই সাংবাদিকের এক ছটাক সম্পত্তি নেই- নেই কোনো ব্যবসা-বাণিজ্য, তিনি যেই পত্রিকায় কাজ করেন সেখানেও নেই কোনো সম্মানী ভাতা। তাহলে এতোঠাটবাট তার আসে কোথা খেকে? তারা বলেন, তার প্রধান কাজ নিরহ ব্যক্তির নামে মামলা দিয়ে আপোষের নামে টাকা হাতিয়ে নেয়। এখন সাধারণ মানুষের কাছে সে মূর্তিমান আতঙ্ক।

তিনি একজন (সাংবাদিক) ঘুরেন মোটর সাইকেলে উপজেলার একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত সব প্রান্তেই তার বিচরণ। কিন্ত একজন সৎ সাংবাদিকের ভালো গুন থাকলে যে বিচরণটা লক্ষ্য করা যায় সেই গুনের অধিকারী তিনি নন। চাঁদাবাজী ও থানার দালালী করেই তার জীবিকা নির্বাহ হচ্ছে। সম্প্রতি তানোরের মুন্ডুমালা পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরের কাছে চাঁদা দাবী করে না পাওয়ায় তাকে নিয়ে একের পর এক মিথ্যা-ভিত্তিহীন স্ট্যাটাস দিয়েছে, যা নিয়ে পুরো উপজেলা জুড়ে সমালোচনার ঝড় উঠে।
এছাড়াও মুন্ডুমালা মাহালীপাড়ায় ঝড়ে পড়া ছোট একটি নিম গাছ কেটে মসজিদের কাজে লাগানোর অপরাধে কাউন্সিলরকে পুলিশের ভয় দেখিয়ে আড়াই হাজার টাকা হাতিয়ে নিয়েছে।পুলিশের নাম ভাঙিয়ে এক ক্লিনিক থেকে ১০ হাজার ও অপর ক্লিনিক থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
এছাড়াও স্ত্রীর অপারেশন করার কথা বলে তানোর ও মুন্ডুমালা পৌরসভার দুই মেয়রের কাছে থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে না দেয়া, জেলা পরিষদের বরাদ্দ পাইয়ে দেওয়ার কথা বলে জেলা পরিষদ চেয়ারম্যানের নামে বিভিন্ন মসজিদ-মন্দির কমিটির কাছে থেকে টাকা হাতিয়ে নেয়ারও গুঞ্জন রয়েছে।
স্থানীয়রা জানান, এই সাংবাদিকের সঙ্গে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ও চোলাইমদসহ বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে শুরু করে অপরাধীদের রয়েছে গভীর সখ্যতা। আর এই কারণেই তিনি গোটা এলাকা চষে বেড়ান। এছাড়াও ঠাকুরপুকুর গ্রামের মাদক স্পট থেকে ইয়াবা সেবন ও বিক্রি করে বলেও আলোচনা রয়েছে। জনৈক হক সাহেব নামের এক মাদক ব্যবসায়ীর কাছে থেকে দফায় দফায় পুলিশের ভয় দেখিয়ে প্রায় লাখ টাকা আত্নসাৎ করেছেন বলেও শোনা যাচ্ছে। তিনি অনেক নিরিহ সহজসরল মানুষকে নাশকতা মামলায় জড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেন আর না দিলে তার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট খবর প্রকাশ করে অযথা হয়রানি করে থাকেন।

মোহনপুর খানায় নারীর সঙ্গে ফুর্তি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক, চাঁদাবাজী, মেলার পুরুস্কারের টিকেট চুরি পায়ুপথ থেকে উদ্ধার, ইয়াবা- গাঁজা- ফেন্সিডিল, হেরোইন, চুলাইমদসহ মাদক সেবন ও ইয়াবা বিক্রয় করার প্রচার রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ভুক্তভোগী জানান, এই সাংবাদিক বিভিন্ন মাদক স্পটে পুলিশের নাম ভাঙিয়ে
নিয়মিত চাঁদাবাজী করেন।
তানোর পৌরসভার হরিদেবপুর গ্রামের জনৈক মাস্টারকে ইউএনও’র ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে, এবং ডিবি পুলিশ পরিচয় দিয়ে মেলান্দী হিন্দু পাড়া গ্রামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে মোবাইল ফোন ও কুড়ি হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে তার আরো কয়েক সহযোগীর বিরুদ্ধে থানায় দালালীর অভিযোগ রয়েছে, এরা সকাল ধেকে গভীর রাত পর্যন্ত থানা চত্ত্বরে অবস্থান করেন। তাদের প্রধান কাজ থানায় কে কখন কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে আর অভিযোগের তদন্ত কোনো কর্মকর্তা (দারোগার) উপর সেটা নিশ্চিত হয়ে, এরা তদন্ত কর্মকর্তার নামে বাদী-বিবাদী উভয়ের কাছ থেকে টাকা আদায় করে নিজেরা ভাগাভাগী করে নিচ্ছেন। আর তাদের এসব অপকর্মের কারণে পুলিশের সুনামক্ষুন্ন হচ্ছে। অথচ এসব অপকর্মের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততাই নেই, এরা সাংবাদিকতা পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে।
প্রতিদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত আমনুরা মাদক স্পটে এবং সন্ধ্যার পর তানোরের পাঁচপির মোড়ের পুকুর পাড়ে এদের গাঁজা ও ইয়াবা সেবনের আসর বসে।
এদের দৈরাত্বে অতিষ্ঠ সাধারণ মানুষ প্রতিকার চাই!

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা