ইসমাইল হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় সরিষাবাড়ী হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে উপজেলা ইমাম ও উলামায়ে কেরামগণ এর আয়োজনে এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল হয়।
প্রতিবাদ সভায় জামালপুর জেলা ইমাম উলামা ঐক্য পরিষদ কমিটির সভাপতি শায়খুল হাদীস আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মৎস্য ও প্রাণি সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
এসময় ময়মনসিংহ হাবিবি শিল্পীগোষ্ঠীর উপস্থাপক উসামা তানজিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী হাফিজিয়া মাদ্রাসা এন্ড আলহেরা ইসলামী একাডেমীর পরিচালক হাফেজ মাওলানা সহিদুল ইসলাম, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব আব্দুল হক তরফদার, এআর জুট মিল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহবুবুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বাউসী বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মোঃ হোসেন আলী ও আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ মাদরাসার ইমাম ও উলামায়গণ সহ অত্রলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের শুধু হাফেজ মাওলানা হলেই চলবেনা- তাদেরকে রাষ্টনীতি, অর্থনীতি, রাজনীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে শিক্ষা নিতে হবে এবং সচেতন হতে হবে।