1. admin@kholanewsbd24.com : admin :
সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত - খোলা নিউজ বিডি ২৪
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ অপরাহ্ন
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুর থানার ওসি পরিচয়ে টাকা দাবি,প্রতারক সোহেল রানা গ্রেফতার নওগাঁর পত্নীতলায় নকল ইঞ্জিন অয়েল কারখানায় অভিযান আটক ১ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার আলোচনা সভা ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী ওসিকে সংবর্ধনা ধনবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস উদযাপন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি রেজা-সাধারন সম্পাদক শহিদ সাভারে রোজ হেভেন রেস্টুরেন্ট মিলবে,চাইনিজ-ফাষ্ট ফুড সহ বিভিন্ন খাবার জামালপুরে হানাদার মুক্ত দিবস পালিত কোনাবাড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন পাঁচবিবিতে সাংবাদিকদের সাথে নতুন ওসির পরিচিতি ও মত বিনিময় সভা

সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

প্রশাসন
  • সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

ইসমাইল হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি : “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে
জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

বুধবার(১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি অনুষ্ঠিত হওয়ার পূর্বে যুব র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে সমবেত যুবরা আলোচনা সভায় অংশ নেন।

উক্ত আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান এবং দৃষ্টি বাংলা যুব সংগঠনের নির্বাহী পরিচালক সাংবাদিক বাদশা ভুঁইয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ ও সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন যুব সংগঠনে নেতৃবৃন্দ সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,আমাদের যুবসমাজকে পরিপূর্ণ দক্ষ, আধুনিক ও সচেতনরূপে গড়ে তোলার লক্ষ্যে সরকার দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। এছাড়াও তাদের অনেকেই আজ সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে এবং এদেশের প্রশিক্ষিত যুবরা বিদেশেও কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। পাশাপাশি দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে পাঠাচ্ছে তারা।

তবুও দেশের অশিক্ষিত যুবকদের চেয়ে শিক্ষিত যুবকের সংখ্যা বেশি। তাই বেকার যুবকদের বেকারত্বের অভিশাপ হতে মুক্ত করতে সংশ্লিষ্টদের আরও স্মার্ট পদক্ষেপ নেওয়া আবশ্যক বলে মনে করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদসহ যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা