আব্দুর রাজ্জাক বাবু বেলকুচি সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেননি বর্তমান উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল(এমপি) ও সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস। নেতাকর্মীদের অভিযোগ,সভাপতি আব্দুল মমিন মন্ডলের একক সিদ্ধান্তের কারনেই হচ্ছে না পুর্নাঙ্গ কমিটি। ইউনিয়ন ওয়ার্ড আমীলিগের কমিটিতে বিএনপি জামাতের লোকজন দিয়ে কমিটি করায়, হয়েছেন বিতর্কীত। অপর দিকে নিজের আধিপত্য বজায় রাখার জন্য ত্যাগী নেতাকর্মীদের দলের পদ পদবি না দিয়ে, জুলুম অত্যাচারে দলকে করে রেখেছেন তিন ভাগে বিভক্ত।
দলীয় সূত্রে জানা যায়,প্রায় দেড় বছর পার হলেও পুর্নাঙ্গ কমিটি গঠন করতে পারেননি,তারা আরও বলেন ইতি পুর্বে এমপি মমিন মন্ডলের প্রত্যক্ষ মদদে বেশ কিছু ত্যাগী নেতাকর্মীর উপর হামলা মামলা ও মারধর এবং ব্যতিক্রমী দলীয় সাংগঠনিক কার্যক্রম করার কারনে সাধারণ ভোটার ও নেতাকর্মীরা তার প্রতি সাংগঠনিক আস্থা হারিয়েছে।তার ব্যর্থ পরিকল্পনার কারনেই সঠিক ভাবে দলটি গোছাতে পারছেন না।আর সেই কারনে উপজেলা পুর্নাঙ্গ কমিটি গঠন করতে পরেছেন দিধাদ্বন্দে, দলের এই অবস্থায় চলতে থাকলে,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলকুচি চৌহালী থেকে মমিন মন্ডলকে নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে এই আসনটি আ’লীগের হাত ছাড়া হওয়ার সম্ভবনা রয়েছে বলে তাদের অভিমত।
দলের কমিটি গঠন করা নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতারা বিভক্ত হয়ে পড়েছেন।
কিন্তু ওই কমিটির বয়স ইতিমধ্যে এক বছর পেরিয়ে গেছে। অথচ আজ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোনো নাম নেই।
পদপ্রত্যাশী নেতারা বলছেন, দলের শীর্ষ নেতৃত্বে মতভেদ ও বিভাজন থাকায় এর নেতিবাচক প্রভাব পড়ছে। এখন দলের রাজনীতির চেয়েও নেতার পরিচয়ে চলছেন পদপ্রত্যাশীরা। দলীয় পদ ছাড়া এ ধরনের নেতার পরিচয় দিয়ে রাজনীতি করতে অনেকে অস্বস্তিতে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতার ভাষ্য, দীর্ঘদিন কমিটি না থাকা মানে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়া। ফলে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এখন কমিটি পূর্ণাঙ্গ করে দলকে শক্তিশালী করা প্রয়োজন। কোনো নেতার ব্যক্তিস্বার্থ ও নেতাদের মনোমালিন্য যেন দলের ওপর কোনো প্রভাব না ফেলে। সকল কোন্দল মিটিয়ে দলকে চাঙ্গা করা দরকার।
জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান বলেন,সেপ্টেম্বর মাসের মধ্যে বেলকুচি উপজেলা আ’লীগের সভাপতিকে পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে,তারা এই মাসের মধ্যেই পুর্নাঙ্গ কমিটি জমা দেবে বলে জানিয়ছেন।