দেবাশীস বিশ্বাস স্টাফ রিপোর্টার
বিএনপির আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগরের কাশিমপুর থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৮ নভেম্বর)দুপুর ২.৪০ ঘটিকায় দিকে মহানগরীর কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের হাতিমারা ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণ থেকে নেতাকর্মীদের মোটরসাইকেলের যোগে একটি বিশাল মিছিলটি বের হয়ে আশেপাশে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় ফুটবল খেলার মাঠে এসে সমবেত হয়।
এসময় গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান তুলা,২ নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন মন্ডল, তিন নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন উদ্দিন মোল্লা, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর কাজী সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।