সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়ে সোমলা(৫০) নামে এক মহিলা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে,বুধবার সকাল ১০টায় উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকায়। একই এলাকার বদরুদ্দিনের স্ত্রী পাওনাদার গুরুতর আহত সোমলা জানায়,কচুয়া পূর্বপাড়া এলাকার তমিজউদ্দিনের ছেলে দুলাল হোসেন(৫৮) পর্যায়ক্রমে ধাপে ধাপে সোমলার নিকট থেকে ৭লাখ ৩০হাজার টাকা হাওলাত নেয়। বুধবার সকালে পাওনা টাকা চাইতে দুলালের বাড়িতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে দুলালের ছেলের বউ শিল্পী,দুলালের মেয়ে দুলা,ছেলের মেয়ে সুবর্ণা তিনজন মিলে সোমলাকে বেধড় পিটিয়ে আহত করে। গুরুরতর আহত সোমলাকে আশে পাশের লোকজন উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে মুঠোফোনে দুলালের নিকট জানতে চাইলে সে জানায় সোমলা বাড়ি দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করতে চাইলে বাড়ির মহিলারা তাকে বাঁধা দিয়েছে। ৭লাখ ৩০হাজার টাকার বিষয়ে সে কোন সদুত্তর দেয়নি।