স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন :
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বাজারে আ.লীগের গ্রাম কমিটির এক নেতার দোকান লুট,আগ্নি সংযোগ ও হত্যাপ্রচেষ্টার অভিযোগ এনে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে গতকাল সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনার প্রেক্ষিতে তোফাজ্জল হোসেন (৩৫) বাদী হয়ে অভিযুক্ত তোফাজ্জল সরকার,মোফাজ্জল সরকার,তাইজুদ্দিন সরকারসহ ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, গতকাল সন্ধ্যায়,একপি গ্যাস সিলিন্ডার কেনাকে কেন্দ্র করে টাকা কম দেওয়ায় কথা কাটাকাটি হয়।এর জের ধরে উল্লেখিত আসামিরা দা রাঠি লোডার রড নিয়ে দোকানে হামলা চালায়।
এসময় দোকান ভাঙ্গচুর, মালামাল লুট এবং ড্রয়ার থেকে ৯ লাখ ২০ হাজার টাকা,কোচে থাকা ৯২ হাজার টাকা হাতিয়ে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।আগুনে ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।
জানা যায়, তোফাজ্জল সরকার যুবদলের ইউনিয়ন সভাপতি এবং মোফাজ্জল জাপার সাবেক ইউনিয়ন সভাপতি এবং একজন আ.লীগ নেতার ছত্রছায়ায় এলাকায় নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত বলে অভিযোগে বলা হয়েছে।
এ হামলায় রক্তাত্ব ও মারাত্মক জখম অবস্থায় তাদেরকে শ্রীপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এখনো তারা সেখানে চিকিৎসাধীন।এদের মধ্যে আরিফের শরীরের ৮০% আগুনে ঝলসে গেছে এবং তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এছাড়া সজিব ও রুবেল আগুনে মারাত্মকভাবে আহত হয়েছে।সন্ত্রাসীরা থানায় মামলা না করতে করতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।মামলা করলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে বলে অভিযোগ করা হয়েছে।
শ্রীপুর মডেল থানা অভিযোগটি আমলে নিয়েছে।ঘটনা তদন্ত করে নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানা গেছে।