স্টাফ রিপোর্টারঃ
অর্থনৈতিক ধারায় সকলকে সম্পৃক্ত হতে হবে
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল শ্রমিক ফ্রন্ট নেতা কর্মীদের জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচীর সফল বাস্তবায়নে ব্যাপকভাবে ঝাপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানান। তিঁনি বলেন, অর্থনৈতিক ধারায় সকলকে সম্পৃক্ত হতে হবে। জাকের পার্টির অগ্রযাত্রায় অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়নের বিকল্প নেই।
আজ বুধবার বিকালে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিঁনি এ সব কথা বলেন।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, ত্যাগ ও কঠোর পরিশ্রমের চেতনায় উজ্জীবিত হতে হবে। প্রতিটি নাগরিকের কাছে গোলাপের দাওয়াত পৌছে দিতে হবে। নিরলসভাবে নিজেদের উজার করে দিতে হবে।
Dr. Saim Amir Faisal in Exchange of Views with the Sramik Front Leaders:
“Everyone must be associated with the economic pathway.”
Zaker Party’s Senior Vice-Chairman Dr. Saim Amir Faisal has called upon the leaders and workers of Sramik Front to make an all-out effort to effectively materialize Zaker Party’s Economic Program. He said, “Everyone must be brought in association with this economic pathway. There is no alternative to materializing our economic program in the course of Zaker Party’s onward advancement.”
He said all this, this afternoon (Wednesday, November 3, 2021), while exchanging views with the leaders of Zaker Party Sramik Front, at the central office in Banani, Dhaka.
Zaker Party’s Senior Vice-Chairman said, “We must be motivated with the spirit of renunciation and hard work. We need to reach out to every citizen with the invitation of the Rose. We need to devote ourselves wholeheartedly, in our efforts.”