ক্যাম্পাস প্রতিনিধিঃ মোমিনুল হক
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ‘শেখ রেহানা’র জন্মদিন উপলক্ষে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা রবিন সরদারের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে নানা প্রজাতির বৃক্ষরোপন করা হয়।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত এবং শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে কলেজ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং দোয়া শেষ মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাদিক হোসাইন, মাহমুদুল হাসান মনির, জীবন সরদার , তামিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।