সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৮ই সেপ্টেম্বর বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাষিস কুমার বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাস,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান ওআট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. সুকুর আলী খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ সকলে বিদ্যালয়ের চেঞ্জ রুম পরিদর্শন করেন।