নিজস্ব প্রতিবেদক।। টঙ্গীতে সুবহানীয়া নুরানী মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে ৫৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মো. হাসান উদ্দিন মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের শুধু শিক্ষিত হলে হবে না, একজন দেশপ্রেমিক হতে হবে। রোববার (১৩ মার্চ) সকালে টঙ্গীর মিলগেট এলাকায় লাল মসজিদ খ্যাত সুবহানীয়া নুরানী মাদ্রসায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাদরাসা কমিটির সভাপতি মিজানুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী দারুল উলুম মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা মাসউদুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্টসমাজ সেবক ও ৫৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. হাসান উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন— অলেম্পিয়া মতি মসজিদ ও নুরানী মাদ্রসার মুহতামিম ক্বারী সাইদুর রহমান, মুফতি আবু হানিফ, ক্বারী ওয়াবায়দুল্লাহ প্রমুখ।
দোয়া মাহফিল শেষে বিভিন্ন শাখার বিজয়ী শিক্ষার্থী ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।